ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট প্রচারে রাজস্থানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩
ভোট প্রচারে রাজস্থানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা (ত্রিপুরা): ভোট প্রচারে রাজস্থান গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী সোমবার রাজ্য ত্যাগ করেন।

সিপিএমের আশা এবার রাজস্থানে দল আগের তুলনায় ভালো ফল করবে। এই আশাতেই রাজস্থানে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজস্থানে বিধানসভা নির্বাচন। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানের বিধানসভায় সিপিএম প্রতিদ্বন্দিতা করছে ৩৭টি আসনে।

বর্তমানে রাজস্থানে সিপিএমের তিনজন বিধায়ক রয়েছেন। দলীয় নেতৃত্বের আশা এবার সে রাজ্যে পার্টির ফল আগের তুলনায় ভালো হবে। যার কারণে প্রচারে কোনো ধরনের ঘাটতি রাখছে না সিপিএম। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও শামিল করা হচ্ছে নির্বাচনী প্রচারে। ২০০৮ সালে রাজস্থানের বিধানসভা নির্বাচনে প্রচারে যান নি মানিক সরকার।

এবারই তাকে মরুরাজ্যে নিয়ে যাচ্ছে দল ভোট প্রচারে। রাজস্থানে সাতটি জনসভায় মানিক সরকার বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ২৬ নভেম্বর রাজস্থানের শিকর জেলায় এবং ২৭ নভেম্বর চুরু জেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা মানিক সরকারের।

২৮ নভেম্বর রাজ্যে ফিরবেন তিনি। সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী রাজস্থানে ভোট প্রচারে গিয়ে কোনো প্রভাব ফেলতে পারবেন কি সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।