ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আটলান্টিকে ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩
দক্ষিণ আটলান্টিকে ৭ মাত্রার ভূমিকম্প

ঢাকা: দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ মাত্রা।



সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আন্তর্জাতিক সময় সোমবার ভোর ৬টা ২৭ মিনিটে আর্জেন্টিনা উপকূলের কাছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রধান শহর স্ট্যানলির ৩১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূ-গর্ভের ১০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে ভূমিকম্পটি।

ভূকিম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শক্তিশালী ভূমিকম্পের পর প্রথম দিকে ছোট আঞ্চলিক সুনামির সতর্কতা দিলেও হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পরবর্তীতে এক বিবৃতিতে জানিয়েছে, এখন আর কোনো ধরনের সুনামি আঘাত হানার সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।