ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুগল আর্টে ভিক্টোরিয়া মেমোরিয়ালের শিল্প কর্ম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩

কলকাতা: এবার গুগুল আর্ট প্রজেক্টে নথিভুক্ত হবে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের শিল্পকর্ম।

এর মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে বসে মাউসের একটি ক্লিকের মাধ্যমে দেখা যাবে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের শিল্প কর্মগুলো।



ইতোমধ্যেই গুগুল আর্ট প্রজেক্টের মাধ্যমে দেখা যায় পৃথিবীর বিখ্যাত সব শিল্পকর্ম। এর মধ্যে আছে আমেরিকার হোয়াইট হাউজ, লন্ডনের ন্যাশনাল গ্যালারি, প্যরিসের মুসে ডি ওরসে প্রভৃতি।

এই অন্তর্ভুক্তির ফলে ৪০টি দেশের ৪৬ টি মিউজিয়াম ও আর্ট গ্যালারির সঙ্গে সঙ্গে দেখা যাবে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের শিল্প কর্মগুলো।

ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়াও দেখা যাবে দিল্লির ন্যাশনাল মিউজিয়াম এবং ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছেন ১২০ টি শিল্পকর্ম গুগুল আর্ট প্রজেক্টে দেখা যাবে। তিনি আরও জানান কিছুদিনের মধ্যেই একটি দল এসে এই শিল্প কর্মগুলোর ছবি তোলার কাজ শুরু করবে।

শ্রী সেনগুপ্ত জানান এর ফলে বিশ্ববাসীর কাছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের শিল্পকর্ম উন্মুক্ত হয়ে যাবে। আরও অনেক বেশি সংখ্যক মানুষ এই শিল্প কর্মগুলোর উৎকর্ষতা অনুভব করতে পারবেন।

বাংলাদেশ সময়:  ১৬৩৮  ঘণ্টা, নভেম্বর ২৬ , ২০১৩ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।