ঢাকা: অস্বস্তি সহজে পিছু ছাড়ছে না ভারতের প্রভাবশালী সংবাদ সাময়িকী তেহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের। গ্রেফতারিতে নিষেধাজ্ঞা চেয়ে সোমবার তার করা আবেদন মঙ্গলবার দুপুরে খারিজ করে দিয়েছেন দিল্লির সুপ্রিম কোর্ট।
গত ২২ নভেম্বর তেজপালের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করে গোয়া পুলিশ। এরপর অনেক আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার আগাম জামিনের আবেদন করেন তেজপাল। পাশাপাশি নিজের গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারির জন্যও আদালতে আবেদন জানান তিনি।
কিন্তু মঙ্গলবার দুপুরে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুনীতা গুপ্ত তেহেলকা সম্পাদকের গ্রেফতারিতে নিষেধাজ্ঞা জারি না করে তার আগাম জামিন শুনানিও একদিন পিছিয়ে বুধবার নির্ধারণ করেন।
একই সঙ্গে গোয়া পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি বলেন, যদি কোনো অভিযোগ থাকে তবে সেটি যেন দায়ের করে তেজপালের আগাম জামিন শুনানি পুনর্নির্ধারণের জন্য আবেদন করা হয়।
এদিকে তেহেলকা পত্রিকার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তেজপালের নির্যাতনের শিকার ওই নারী সাংবাদিক।
সপ্তাহখানেক আগে অভিযোগ ওঠে, গোয়ায় একটি হোটেলে অনুষ্ঠান চলাকালে লিফটের মধ্যে টেনে নিয়ে গিয়ে ওই সহকর্মীর ওপর যৌন নির্যাতন করেন তরুণ তেজপাল। এ ঘটনা প্রকাশ্যে চলে আসার পর তেজপালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে গোয়া পুলিশ।
তবে, নিজের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করছেন তরুণ তেজপাল।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩