ঢাকা: স্বাধীনতা পরিকল্পনা (ব্লু প্রিন্ট) প্রকাশ করেছে স্কটল্যান্ড। যুক্তরাজ্যভুক্ত থাকা না থাকার ওপর আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় গণভোটের আগে এ পরিকল্পনা প্রকাশ করল স্কটল্যান্ডের ক্ষমতাসীন দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)।
৬৭০ পাতার ওই শ্বেতপত্রে অধিকতর গণতান্ত্রিক, অধিকতর সমৃদ্ধ এবং স্বচ্ছতর সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ‘স্কটল্যান্ডের স্বাধীন হওয়া কি উচিত?’-এ প্রশ্নের উত্তরে হ্যাঁ-না ভোট দেবেন স্কটল্যান্ডবাসীরা। স্বাধীনতা পরিকল্পনাপত্র প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড।
অ্যালেক্স স্যালমন্ড বলেছেন, স্কটল্যান্ডকে স্বাধীনতা খুবই সম্ভাবনাময় দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাবে।
চূড়ান্তভাবে এই বিতর্কের মধ্যে মাত্র একটি প্রশ্নই আছে-আমরা যারা স্কটল্যান্ডে বাস করি, কাজ করি তারা কি বিশ্বাস করি, আমরা আমাদের ভবিষ্যত সম্পর্কে বড় সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি?
শ্বেতপত্রে শিশুসেবা বিস্তৃতকরণ ও যুক্তরাজ্যের বিতর্কিত ওয়েলফেয়ার রিফর্ম অ্যাক্ট, ২০১২ পরিবর্তন করার প্রতিশ্রুতি করা হয়েছে। সমালোচকেরা ওয়েলফেয়ার রিফর্ম অ্যাক্ট, ২০১২ কে ‘বেডরুম ট্যাক্স’ হিসেবে উপহাস করেন।
‘স্কটল্যান্ড’স ফিউচার : ইওর গাইড টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টকল্যান্ড’ শীর্ষক ওই পরিকল্পনা পত্রে আরও বলা হয়েছে, স্বাধীন স্কটল্যান্ড তিন ও চার বছরের এবং দুই বছর বয়সী অসুস্থ শিশুদের সপ্তাহে ৩০ ঘণ্টা, স্বাস্থ্য সেবা দেবে, স্বাধীন স্কটিশ পার্লামেন্টের প্রথম মেয়াদে বর্তমানে ক্লাইডেভিত্তিক পরমাণু অস্ত্র অপসারণ এবং ‘বেডরুম ট্যাক্স’ নামে পরিচিত গৃহায়ণ কল্যাণ সংশোধনী বাতিল করা হবে এবং করের মৌলিক হার না বাড়ানো।
গণভোটে স্বাধীন স্কটল্যান্ডের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার পাশাপাশি ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএপি) প্রথম সরকার হিসেবে দায়িত্ব নেবে কিনা-এ নিয়েও ভোট দেবেন জনগণ।
এদিকে যুক্তরাজ্য সরকারের পক্ষে স্কটিশ মন্ত্রী আলিস্টিয়ার কারমাইকেল বলেছেন, এসএনপি এরই মধ্যে সেসব নীতি প্রকাশ করেছে সেগুলোর কিছু কিছু নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩