ঢাকা: যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী টাইমের চোখে ২০১৩ সালের সেরা ব্যক্তির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে। ৪২ জনের ওই তালিকায় রয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতির ছেলে ও ব্রিটিশ রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকার প্রিন্স জর্জ।
৫ মাসের শিশু কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামপুত্রের সঙ্গে ওই তালিকায় আরও রয়েছেন পাকিস্তানের নারী আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে, আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস, মার্কিন গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
পিন্স জর্জ আলেক্সজান্ডার লুইস চলতি বছরের ২২ জুলাই জন্ম গ্রহণ করেন। তার জন্মের খবর সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হয়।
সংক্ষিপ তালিকায় থাকা অন্যান্য ব্যক্তিদের মধ্যে অন্যতমরা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি, চীনের প্রেসিডেন্ট শি জিংপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা লগার্দে, ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মায়ের, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টোলো, জেপি মরগান চেসের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যামি ডিমন, পোপ ফ্রান্সিস, অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
যুক্তরাষ্ট্রের বোস্টন হামলার সন্দেহভাজন দুই সহোদর জোখার ও তামেরলান সারনায়েভও রয়েছেন ছোট তালিকায়।
তবে অনলাইন জনমত জরিপে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। তিনি ভোটদাতাদের ২৫ শতাংশ ভোট পেয়েছেন। আর ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এডওয়ার্ড স্নোডেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩