ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুক্তি পেল পাকিস্তানে অপহৃত ১১ পোলিও শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩
মুক্তি পেল পাকিস্তানে অপহৃত ১১ পোলিও শিক্ষক

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অপহৃত পোলিও কর্মসূচির ১১ শিক্ষককে মুক্তি দিয়েছে জঙ্গিরা।
আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত, আধা-স্বায়ত্তশাসিত খাইবারের একটি স্কুল থেকে গত ২১ নভেম্বর পোলিও কর্মসূচি চলাকালে ইসলামি জঙ্গিরা ওই শিক্ষকদের অপহরণ করে।



অপহরণের পর শিক্ষকদের জঙ্গি নেতা মঙ্গল ভাগ ও তালেবান সংযুক্ত লস্কর-ই-ইসলাম জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কর্মকর্তা নিয়াজ আহমেদ খান জানান, স্থানীয়ভাবে পরিচিত জিরগার  জ্যেষ্ঠ উপজাতিদের একটি দলকে ওই শিক্ষকদের নিরাপদে মুক্তির ব্যাপারে জঙ্গি সংগঠনের কাছে পাঠানো হয়েছিল।

জিরগা সদস্যদের মধ্যস্থতায় জঙ্গি সংগঠন অপহৃত ওই শিক্ষদের মুক্ত করে দেয়।

নাম না প্রকাশ করার শর্তে জিরগার এক সদস্য বলেন, জঙ্গিরা ওই শিক্ষদের মুক্ত করে দিয়েছে এই শর্তে যে, সরকার আর ওই এলাকায় পোলিও দলকে পাঠাবে না।

পাকিস্তানে প্রায় পোলিও ভ্যাকসিনেশন কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরদের অভিযোগ, পোলিও ক্যাম্পেইনাররা পশ্চিমাদের চর হিসেবে কাজ করে।

এর আগে, পাকিস্তানে মার্কিন মানববিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ হলেই পোলিও কর্মসূচির সঙ্গে জড়িতদের ওপর হামলা থামানো হবে বলেও বক্তব্য দেয় অপহরণকারীরা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।