ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোপের ক্ষমতা বিকেন্দ্রীকরণের আহ্বান পোপ ফ্রান্সিসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩
পোপের ক্ষমতা বিকেন্দ্রীকরণের আহ্বান পোপ ফ্রান্সিসের

ঢাকা: ভ্যাটিক্যান সিটি থেকে ক্যাথলিক চার্চের ক্ষমতার বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। নিজের লেখা এক নথিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।



৮৪ পাতার ওই নথিতে তিনি বলেছেন, তিনি পোপের ক্ষমতায় পরিবর্তনের আনার পরামর্শ দেওয়ার ব্যাপারে উদার।

ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের কারণে সংঘাত বাধছে বলে মন্তব্য করেছেন তিনি।

গত মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে পূর্বসূরীদের থেকে আলাদা স্বরে কথা বলেছেন পোপ ফ্রান্সিস।
ধর্মীয় উপদেশ সম্বলিত ওই নথিতে বলেছেন, নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত চার্চের চেয়ে জীর্ণ, ভঙ্গুর ও নোংরা চার্চকে পছন্দ করেন তিনি।

ভ্যাটিক্যানে ব্যাপক পরিবর্তন আসছে বলেও উল্লেখ করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার দিনেই তিনি নিজেকে গরিবের পোপ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।