ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ধ্যার পর না.গঞ্জে অবরোধকারীদের তাণ্ডব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩

নারায়ণগঞ্জ : ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন সন্ধ্যার পর থেকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে অবরোধকারীরা। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ঘটায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের কিল্লারপুল, বন্দরের মদনপুর ও ফতুল্লার সস্তাপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কিল্লারপুল মোড় এলাকায় অবরোধকারীরা আদমজী ইপিজেডে ডিএনভি গার্মেন্টে শ্রমিক আনা নেওয়া করা বাস (টাঙ্গাইল ব-১৩৭) ও একটি সিএনজি চালিত অটোরিকশায় (নারায়ণগঞ্জ-থ-১১-৫-৬৩) আগুন দেয়।

এ সময়, অবরোধকারীরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, হঠাৎ করে কয়েকজন অবরোধকারী যানবাহনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
 
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার সস্তাপুর লামাপাড়া এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দিশেহারা হয়ে ছুটোছুটি করতে গিয়ে কয়েকজন পথচারীরা আহত হন।

অপরদিকে রাত ৮টায় বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তা এলাকার রাস্তার উপর গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে গাছের গুড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে ১৮দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এ ঘটনায় ওই সড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।