ঢাকা: পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জের ওপর দিয়ে চক্কর মারল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বি-৫২। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র চীনকে আগে থেকেও কিছু জানায়নি।
এর আগে শনিবার ‘জরুরি প্রতিরক্ষা বিধি’ মেনে চলতে ওই এলাকাকে ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ (এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন) হিসেবে ঘোষণা দেয় চীন।
এদিকে পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেন জানিয়েছেন, সাধারণ বিধি অনুযায়ীই বিমান চক্কর দিয়েছে। আমরা সাধারণ নিয়ম অনুসরণ করেছি। এ নিয়মের মধ্যে ফ্লাইট পরিকল্পনা আগে থেকে নথিভুক্ত করার দরকার নেই।
তিনি বলেন, এ ব্যাপারে চীন এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বিমানটিতে কোনো অস্ত্র ছিল না। প্রাত্যহিক রুটিনের অংশ হিসেবে বিমানটি সোমবার গুয়াম থেকে ছেড়ে চীন সাগরে চক্কর দেয়।
জাপান ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ৭০ হাজারের বেশি সেনা সদস্য রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা চীনের আরোপিত নিয়ম মানবে না।
বিতর্কিত ওই দ্বীপপুঞ্জ চীনাদের কাছে সেনকাকু ও জাপানিদের কাছে দিয়াওউ নামে পরিচিত।
চীন ও জাপান উভয় দেশই এ অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে। এ তালিকায় যুক্ত আছে তাইওয়ানের নামও। এ নিয়ে সংকটে ভুগছে পূর্ব এশিয়া।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩