ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে বোমা বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩
তামিলনাড়ুতে বোমা বিস্ফোরণে নিহত ৬

ঢাকা: ভারতের তামিলনাড়ু রাজ্যের কুদানকুলাম পারমাণবিক শক্তিকেন্দ্রের কাছের গ্রামের এক বাড়িতে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন।

ভারতের গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে পারমাণবিক শক্তিকেন্দ্রের পাশে সুনামি কলোনিতে অসাবধানতাবশত এ বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তিনটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গ্রেফতারের ভয়ে বেশিরভাগ গ্রামবাসী কলোনি ছেড়ে চলে যায়। এখন পর্যন্ত চারটি লাশ উদ্ধার করতে পেরেছে পুলিশ। তবে তাদের শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, গ্রামবাসী সহায়তা না করার কারণেই এখন পর্যন্ত নিহতদের শনাক্ত করা যায়নি।

ইদিনথাকারাই থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত সুনামি কলোনি। ইদিনথাকারাই কুদানকুলাম পারমাণবিক শক্তিকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের মূলকেন্দ্র বলে পরিচিত।

পুলিশের এক কর্মকর্তা বলেন, আরও দুই বা ততোধিক বোমা বিস্ফোরিত হতে পারত। আমরা দু’টি তাজাবোমাসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছি। এ ঘরে বসেই বোমা বানানো হচ্ছিল।

এ ঘটনায় আন্দলনকারীদের নেতা উধায়া কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত দুই বছর ধরে ইদিনথাকারাই গ্রামে পারমাণবিক শক্তিকেন্দ্রের বিরুদ্ধে গণ-আন্দোলন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।