ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্ধের আশঙ্কায় ঢাকা-আগরতলা বাস সার্ভিস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩
বন্ধের আশঙ্কায় ঢাকা-আগরতলা বাস সার্ভিস

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বন্ধ হতে বসেছে ঢাকা-আগরতলা বাস সার্ভিস। নিয়মিত বাস না আসায় যাত্রীরা কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন।

আবার বাস এলেও মাঝে মধ্যে থাকছে না যাত্রী। সব মিলিয়ে বন্ধ হওয়ার আশঙ্কায় দু’দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করা এ বাস সার্ভিস।

গত এক সপ্তাহ ধরে বন্ধ ঢাকা-আগরতলা বাস সার্ভিস। প্রতিদিন আগরতলা থেকে একটি বাস যেত ঢাকায়। তেমনি ঢাকা থেকে আগরতলায় আসতো একটি বাস। বেশ জনপ্রিয় পরিবহন ব্যবস্থা ছিল এই সার্ভিস। কিন্তু বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য বিঘ্নিত হচ্ছে এই বাস সার্ভিস।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিআরটিসি ঢাকা-আগরতলা রুটে কোনো বাস চালাচ্ছে না বহু দিন ধরে। বাংলাদেশের শ্যামলী সংস্থা বাস চালালেও অনিয়মিত। প্রায় এক সপ্তাহ পরপর তাদের বাস আসছে।

শ্যামলীর কাউন্টার ম্যানেজার অসীম ঘোষ জানিয়েছেন, প্রতিদিন বাস চালাতে তাদের কুড়ি হাজার টাকা খরচ হচ্ছে। অথচ বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে যাত্রী সংখ্যা কমছে। ফলে লোকসানে চলছে সংস্থা।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে শ্যামলীর পরিসেবা। তিনি জানিয়েছেন এই বাস পরিসেবার সঙ্গে অনেক মানুষের অন্ন সংস্থান জড়িত। তা বন্ধ হয়ে গেলে সেই পরিবারগুলো সমস্যায় পড়বেন। কিন্তু এখন পরিসেবা বন্ধ হওয়ার পথেই।

আগরতলা থেকে বিমানে কলকাতায় যেতে খরচ পড়ে বেশি। অনেকে বাংলাদেশের উপর দিয়ে বাসে আগরতলা থেকে কলকাতায় যেতেন। কিন্তু বাস সার্ভিস অনিয়মিত হয়ে পড়ায় সেসব যাত্রীরা সমস্যার সন্মুখীন। বিআরটিসি চত্বরে দাঁড়িয়ে নিজেদের এই সমস্যার কথা জানালেন দিপালী রায়। তিনি তার অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে পারছেন না। প্রতিদিন এসে ঘুরে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না বাস।

বাংলাদেশের একের পর এক রাজনৈতিক অস্থিরতার জন্য এই অবস্থা চলছে। যাত্রী ক্রমাগত কমছে এ রুটে। অথচ রুটটি অনেকের কাছেই ছিল সুবিধাজনক।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।