ঢাকা: শুক্রবার দিনভর টেলিভিশন, অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিষ্পলক চোখ পড়েছিল বিশ্ববাসীর। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের পরবর্তী নেতা কে নির্বাচিত হচ্ছেন-তা জানতে ভাবনার জ্বরে পুড়েছিল মানুষ।
তবে, ভারতের নির্বাচনের ফলাফল প্রচার করলেও বিশ্বমিডিয়ায় মোদী জ্বরের প্রভাবই পরিলক্ষিত হয়েছে খবর প্রচারের ঢংয়ে।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ‘ভারতীয় নির্বাচন: বিপুল ভোটে জয়লাভ মোদীর বিজেপির’ শিরোনামে প্রচার করেছে নির্বাচনের খবর। খবরে স্থান ছিল অনলাইনের শীর্ষ পাতায়।
অপরদিকে, ‘মোদিকে ভারতের সমর্থন, পরাজয় স্বীকার কংগ্রেস দলের’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস।
যুক্তরাজ্যের আরেক সংবাদ মাধ্যম ডেইলি মেইল সংবাদ প্রকাশ করেছে ‘দম নিচ্ছে একটি জাতি: উত্তপ্ত প্রচারণার পর অদ্ভুত শান্ত দিল্লি, আত্মবিশ্বাসী বিজেপির বিপুল বিজয়’ শিরোনামে।
‘ভারতের বিরোধী দলের বিপুল বিজয়’ শিরোনামে সংবাদ প্রচার করা বিবিসি সার্বক্ষণিক ব্রেকিং দিয়েছে মোদীদের নির্বাচনের ফলাফল নিয়ে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন এ সংক্রান্ত প্রতিবেদন করেছে, ‘কংগ্রেসের পরাজয়ে নতুন যুগের সূচনা ঘোষণা করলো বিজেপি’ শিরোনামে।
যুক্তরাষ্ট্রের ‘হাফিংটন পোস্ট’ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে, ‘ভারতে ক্ষমতার পালাবদল’ শিরোনাম দিয়ে।
যুক্তরাষ্ট্রেরই এবিসি অনলাইনের সংবাদ প্রকাশ হয়েছে, ‘ভারতে নরেন্দ্র মোদীর দল বিজেপির বিপুল বিজয়’ শিরোনামে।
আর যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য টেলিগ্রাফ সংবাদ প্রচার করেছে ‘মোদীই হচ্ছেন প্রধানমন্ত্রী, (সরকার গঠনে) একাই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি’ শিরোনামে।
‘ভারতের ১.২ বিলিয়ন লোকের নেতৃত্ব দেবেন যিনি: বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নতুন নেতা নির্বাচন’ শিরোনামে সংবাদ প্রচার করা যুক্তরাষ্ট্রের সিএনএন অবশ্য বিস্ময়করভাবে দুপুর পর্যন্ত এ ব্যাপারে উদাসীন ছিল।
অপরদিকে ফলাফল প্রচারে এগিয়ে আছে কাতারের আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন শিরোনাম, ‘ভারতে বিজেপির বিপুল বিজয়’।
যুক্তরাজ্যের প্রখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্স সংবাদ প্রকাশ করেছে ‘ভারতের নতুন নেতা মোদী’ শিরোনামে।
আর চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া সংবাদ প্রকাশ করেছে ‘ভারতের সাধারণ নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র জয়’ শিরোনাম দিয়ে।
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বেলা সোয়া ১২টা নাগাদ ৫৪৩টি আসনেরই খসড়া ফলাফল ঘোষণা করা হয়।
এতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৩৮ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৫৮ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ’র। অবশিষ্ট সব দলের প্রার্থীরা মিলে পেয়েছে ১৪৭ আসন। বিজেপি একাই জিতেছে ২৮৪ আসনে।
তৃতীয় স্থানে রয়েছে এডিএমকে। তারা জিতেছে ৩৭টি আসনে। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে ৩৪টি আসন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৪