ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় সহকর্মীর গুলিতে পাঁচ সেনা নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৪
দক্ষিণ কোরিয়ায় সহকর্মীর গুলিতে পাঁচ সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেছে তাদের এক সহকর্মী। এ ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন।



শনিবার উত্তর কোরিয়ার সীমান্তবর্তী গ্যাংওন প্রদেশের গুজেওং এলাকায় একটি সেনা চৌকিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় একটি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাতক সেনার নাম তারা জানতে পেরেছেন। তিনি একটি আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে গেছেন। তাকে আটকে অভিযান শুরু হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়, এর আগেও ‘ভ্রাতৃঘাতী’ এ ধরনের ঘটনা ঘটেছে।

শনিবারের নিহতরা সবাই ২২ ইনফেন্ট্রি ডিভিশনের সদস্য।

দক্ষিণ কোরিয়ার রাজধানীর সিউল থকে বিবিসির সংবাদদাতা স্থানীয়দের বরাত দিয়ে জানান, লিম নামের ওই সার্জেন্ট প্রথমে সহকর্মীদের ওপর গ্রেনেড হামলা চালায়, তারপর তিনি তার স্বয়ংক্রিয় কে-২ রাইফেল থেকে গুলি বর্ষণ করেন।

বিবিসির ওই সংবাদদাতা জানান, এলাকাটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেনারা সেখানে খুবই তৎপর।

তবে এই ঘটনার সঙ্গে এখনো উত্তর কোরিয়ার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।