ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রম আইন পুনঃসংস্কার-উন্নত কর্মপরিবেশ চায় ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
শ্রম আইন পুনঃসংস্কার-উন্নত কর্মপরিবেশ চায় ইইউ

ঢাকা: ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে শ্রম অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

পাশাপাশি সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় আরো দায়িত্বশীলতা নিশ্চিত করতে সংস্থাটি কিছু পদক্ষেপ নিয়েছিল।

এ বিষয়ে মঙ্গলবার গত এক বছরে এ কর্মকাণ্ডের অগ্রগতি ও আগামীদিনের পরিকল্পনা নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেছে ইইউ।

এক যৌথ বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ব্রাসেলসে এ সম্পর্কিত একটি আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রধান স্টেক হোল্ডারদের আমন্ত্রণ জানানো হবে।

 ইউরোপিয়ান কমিশনার ফর ট্রেডের ক্যারেল ডি গুচ ও কমিশন ফর এমপ্লয়মেন্ট, সোস্যাল অ্যাফেয়ার্স ও ইনক্লুসন-এর ইউরোপিয়ান কমিশনার লাজলো অ্যান্ডো এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা দৃঢ় প্রতিশ্রুতির শুভেচ্ছা জানাই।   আমরা বাংলাদেশের পোশাকখাতের বিদেশি ক্রেতাদেরও স্বাগত জানাই।

তারা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়ে বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলতে চাই, শ্রম আইনকে পুনঃসংস্কার করা হোক। সেই সঙ্গে পরিদর্শকদের নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হোক। এতে করে শ্রমিক ইউনিয়নের স্বাধীনতা অনেক বেশি অর্থবহ হবে।

তারা বিবৃতিতে আরো বলেন, শ্রমিকদের ভালো কর্মপরিবেশ পোশাকখাতের স্থায়িত্ব বাড়াবে এবং পোশাকখাতের বাজার সম্প্রসারিত করবে। এতে করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ়তর হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামে একটি বহুতল ভবন ধসে পড়ে। ১২ মে, ২০১৩ পর্যন্ত ১,১২৬ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। এটি বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।