ঢাকা: গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের অধিকাংশ নারী ও শিশু বলে খবর বিবিসি’র।
এদিকে ফিলিস্তিনিয় জঙ্গি সংগঠন হামাস ইসরায়েলকে উদ্দেশ্য করে রকেট অাক্রমণ চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র নির্দেশে হামাসের বিরুদ্ধে গাজায় আরও জোরদার অভিযান শুরু করে ইসরায়েলি সেনা। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর বুধবার সকাল থেকে দফায় দফায় আক্রমণ চালায় তারা।
গাজার পাশ্ববর্তী ইহুদি অধ্যুষিত এলাকায় আরবের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। যুবকের মৃত্যুর শোধ নিতে মঙ্গলবার সারারাত গাজা থেকে ইসরায়েলের উদ্দেশ্যে হামাস রকেট হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৪