ঢাকা: মানুষের নাম কত শব্দের হয়? দুই-তিন শব্দ, বড়জোর পাঁচ-দশ। তাই বলে ৬৪ শব্দের নাম!
খুঁজে পাওয়া গেছে দীর্ঘ নামের এমন একজন মানুষ।
তবে তাকে ডাকা হয় সংক্ষিপ্ত ‘পাপা লং নামেহ’ নামে। ইতোমধ্যে সুইডেনের সবচেয়ে বড় নাম হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।
খবর টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে পাপা লং নামেহকে স্টকহোমের কাছাকাছি হ্যানিঞ্জে শহরের সবাই জানত ‘আলেকজান্ডার এক’ নামে। ১৮ বছর বয়সে তিনি নাম পরিবর্তন করে বর্তমান নামটি গ্রহণ করেন।
সুইডেনের আঞ্চলিক পত্রিকার খবর, তিনি এ পর্যন্ত ছয়বার নাম পরিবর্তন করেছেন।
এ নিয়ে ওই তরুণের বক্তব্য, অধিকাংশ সময় আমি ই-মেইল পাই না। কখনো-সখনো আমার ইলেক্ট্রিসিটি বিলও দেরিতে আসে। কিন্তু এটা উত্তেজনারই অংশ।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় সবচেয়ে বড় নামটি ২৯ শব্দের।
জার্মানির এডিনবরায় বসবাস করা ওই ব্যক্তির নাম- ‘বার্নাবি মার্মাডিউক অ্যালোয়সিয়াস বেনজাই কবওয়েব ডার্টাগনান এগবার্ট ফেলিক্স গ্যাসপার হামবার্ট ইগনেটিয়াস জায়ডেন ক্যাসপার লেরয় ম্যাক্সিমিলিয়ান নেড্ডি ওবিআজুলু পেপিন কুইলিয়াম রসেনক্রান্টজ সেক্সটন টেডি আপউড ভিভাত্মা ওয়েল্যান্ড জাইলন জার্ডলে জেচ্যারি উসানস্কি। ’
তবে ২৫ বছর বয়সী ‘পাপা লং নামেহ’র নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি গিনেজে। রেকর্ডের অপেক্ষায় রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৪