ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের বাজেট: যেসব পণ্যের মূল্য কমছে ও বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
ভারতের বাজেট: যেসব পণ্যের মূল্য কমছে ও বাড়ছে

ঢাকা: ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার প্রথম বাজেট ঘোষণা করেছে। ঘোষিত বাজেটে উৎপাদন ও অবকাঠামো খাতে জোর দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় অর্থমন্ত্রী অরুণ জেটলি লোকসভায় বাজেট পাঠ শুরু করেন।

ভারতের অর্থনীতি স্থিতিশীল করাই বাজেটের লক্ষ্য জানিয়ে অরুণ জেটলি বলেন, দেশের অর্ধেকের বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে। তাদের উত্তরণ ঘটিয়ে শক্তিশালী দেশ গড়ার প্রত্যয়েই এ বাজেট।

এদিকে, বাজেটে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের ওপর শুল্ক ১১ শতাংশ থেকে ৭২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে ২০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বৃদ্ধি পেয়ে তিনশ’ রুপিতে দাঁড়াবে।

যেসব পণ্যের দাম বাড়ছে- সিগারেট, পান মসলা, সফট ড্রিংকস, রেডিও ট্যাক্সি সার্ভিস ইত্যাদি।

যেসব পণ্যের দাম কমছে- তেল, সাবান, মোবাইল, এলইডি/এলসিডি টিভি, প্যাকেটজাত খাদ্য, জুতা, গাড়ি, স্বর্ণালঙ্কার, সোলার লাইট, দুধ ইত্যাদি।

অপরদিকে, বাজেটে শুল্কমুক্ত আয়কর সীমা ২ লাখ রুপি থেকে বাড়িয়ে আড়াই লাখ রুপি করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।