গাজায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনি সূত্রের বরাতে বিবিসি অনলাইন এ তথ্য নিশ্চিত করেছে।
সর্বশেষ শুক্রবার বুরেজিতে একটি গাড়িতে দুইজন মারা গেছেন। গাজার অব্যাহত রকেট হামলার জবাবে গত মঙ্গলবার থেকে বিমান হামলা করে যাচ্ছে ইসরায়েল।
মিশর ও তুরস্ক উভয়েই ইসরায়েলে ভূমিকার সমালোচনা করেছে। এর আগে মার্কিন প্রসিডেন্ট বারাক ওবামা দুই দেশের মধ্যে সমঝোতার প্রস্তাব দেন।
ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরো ৬৭৫ জন।
আর ইসরায়েল বলছে, নিহতার বেশিরভাগই ‘সন্ত্রাসী’।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪