ঢাকা: মরণব্যাধি এবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় অন্তত আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে।
পাশাপাশি আরো ৪৪ জন এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও)।
শুক্রবার জাতিসংঘের এ সহযোগী প্রতিষ্ঠানটি জানায়, ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে এ সব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর- আল-জাজিরা।
এবোলা একটি মরণঘাতী রোগ। আক্রান্তদের ৯০ শতাংশই মারা যান। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৮৮৮ জন আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে মারা গেছেন ৫৩৯ জন।
ইতোমধ্যে, পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ মিলে ‘এবোলা সলিডারিটি ফান্ড’ গঠন করেছে। এর চেয়ারম্যান করা হয়েছে ঘানার রাষ্ট্রপতি জন মাহামাকে।
তিনি বলেন, এই মরণব্যাধির বিরুদ্ধে আমরা সব কিছুই করবো।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪