ঢাকা: চলতি সপ্তাহেই বছরের প্রথম পূর্ণচন্দ্র (সুপারমুন) দেখা যাবে। শুক্র বা শনিবার রাতের আকাশে চাঁদ বড় হয়ে সুপারমুন আকারে উঠবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে সুপারমুন দেখা যায়। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল ও বড় দেখায়।
তবে চাঁদের এ আকার খুব অল্প সময়ের জন্য দেখা যায়।
চলতি গ্রীষ্ম মৌসুমে তিনবার এ সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আগামী ১০ আগস্ট ও ৯ সেপ্টেম্বর আবারও তা দেখা যাবে।
তবে ভূ-পৃষ্ঠে সুপারমুনের প্রভাব খুবই সামান্য বলে জানিয়েছেন নাসা’র বিজ্ঞানী জেমস গারভিন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪