ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে জাপানের ফুকুশিমা উপকূলে তীব্র ঢেউ দেখা যাচ্ছে। জানানো হয়েছে সুনামি সতর্কতা।
তারা আরও জানায়, বাংলাদেশ সময় শনিবার ভোর ৬.১৫ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়। উৎসস্থল ছিল ন্যামি শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে ফুকুশিমা উপকূল।
এদিকে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ফুকুশিমা, মিয়াগি ও ইওয়া উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র ভূমিকম্প অনুভূত হলেও এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৪