ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে জাপানের ফুকুশিমা উপকূলে তীব্র ঢেউ দেখা যাচ্ছে। জানানো হয়েছে সুনামি সতর্কতা।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮ ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

তারা আরও জানায়, বাংলাদেশ সময় শনিবার ভোর ৬.১৫ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়। উৎসস্থল ছিল ন্যামি শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে ফুকুশিমা উপকূল।


এদিকে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ফুকুশিমা, মিয়াগি ও ইওয়া উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।  

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র ভূমিকম্প অনুভূত হলেও এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।