ঢাকা: মিসরের উত্তর সিনাইয়ে সিরিজ বিস্ফোরণে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে একজন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রোববার রাতে উত্তর সিনাই সিকিউরিটি ডক্টরেটের কাছে একটি আবাসিক এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
মন্ত্রী বলেন, ধারণা করা হচ্ছে নিরাপত্তা প্রাচীরের কাছে সন্ত্রাসীরা একটি মর্টার শেল বিস্ফোরণ ঘটায়। এতে শহরের সাতজন নিহত ও ২৫ জন আহত হন।
মেডিকেল সূত্র জানায়, কয়েক মিনিট বাদে একই জায়গার একটি নিরাপত্তা ইউনিটে দু’টি রকেট হামলা হয়। এতে একজন কর্মকর্তা ও আরও সাতজন আহত হন।
গত বছর দেশটির সাবেক প্রেসিডেন্ট মুরসি উচ্ছেদের পর থেকে সিনাই সিরিজ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৪