ঢাকা: ইয়েমেনে শিয়া বিদ্রোহী ও ইসলামী উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, জৌফ প্রদেশে মঙ্গলবার বিকেল থেকে শিয়াপন্থি হাওথি বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় সেনা ইউনিটের সমর্থনপুষ্ট সুন্নি বাহিনীর এ সংঘর্ষ শুরু হয়।
নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, রাজধানী সানা থেকে ১৭৫ কিলোমিটার দূরের জৌফে চলমান এ সংঘর্ষে দু’পক্ষই আর্টিলারি ফায়ার ও দূরপাল্লার রকেট হামলা চালাচ্ছে।
গত সপ্তাহে সানার কাছে উত্তরাঞ্চলীয় আরমান প্রদেশের দখল নেয় হাওথি বিদ্রোহীরা। এর আগে থেকে তাদের কাছে সাদা প্রদেশ দখলে ছিল।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪