ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
ইয়েমেনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩৫

ঢাকা: ইয়েমেনে শিয়া বিদ্রোহী ও ইসলামী উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

হতাহতদের মধ্যে দু’পক্ষের যোদ্ধারাই ছিলেন।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, জৌফ প্রদেশে মঙ্গলবার বিকেল থেকে শিয়াপন্থি হাওথি বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় সেনা ইউনিটের সমর্থনপুষ্ট সুন্নি বাহিনীর এ সংঘর্ষ শুরু হয়।  

নিরাপত্তা কর্মকর্তারা ‍আরও জানান, রাজধানী সানা থেকে ১৭৫ কিলোমিটার দূরের জৌফে চলমান এ সংঘর্ষে দু’পক্ষই আর্টিলারি ফায়ার ও দূরপাল্লার রকেট হামলা চালাচ্ছে।

গত সপ্তাহে সানার কাছে উত্তরাঞ্চলীয় আরমান প্রদেশের দখল নেয় হাওথি বিদ্রোহীরা। এর আগে থেকে তাদের কাছে সাদা প্রদেশ দখলে ছিল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।