ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এমএইচ১৭: হিমায়িত ট্রেনে ভরে মৃতদেহ নিয়ে গেল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
এমএইচ১৭: হিমায়িত ট্রেনে ভরে মৃতদেহ নিয়ে গেল বিদ্রোহীরা

ইউক্রেনে বিধ্বস্ত হওয়া মালয়েশীয় উড়োজাহাজ থেকে ১৯৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে ভূপাতিত হওয়ার তিনদিন পর লাশগুলো উদ্ধার করা হলো।

উড়োজাহাজটিতে মোট ২৯৮ জন যাত্রী ছিল। এরা সবাই নিহত হয়েছেন।

তবে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকা এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। তারা লাশগুলো নিয়ে গেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ও ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, সশস্ত্র বিদ্রোহীরা জরুরি উদ্ধারকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে লাশগুলো একটি ট্রেনের তুলতে বাধ্য করে। সম্পূর্ণ হিমায়িত এই ট্রেনের গন্তব্য জানা নেই কারোরই।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায়, লাশগুলো নিয়ে ট্রেনটি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত দোনেৎস্ক শহরে রওয়ানা হয়েছে। ধারনা করা হচ্ছে, বিদ্রোহীদের রাজি করানো সম্ভব হলে লাশগুলো সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে।

পশ্চিমা দেশগুলো ঘটনাস্থল পরিদর্শন করতে না দেওয়ার জন্য বিদ্রোহীদের তীব্র সমালোচনা করছে। বিদ্রোহীরা বলছে, এমএইচ১৭ ফ্লাইটের উদ্ধারকৃত রেকর্ডার তারা আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি সত্ত্বেও পূর্ণাঙ্গ-স্বাধীন তদন্ত নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিদ্রোহীরা এলাকাটিতে কাউকে ঘেঁষতে দিচ্ছে না। আলামত নষ্ট করারও অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।