ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে দু’টি ভবনে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০ জন নারীও রয়েছেন বলে এক কর্মকর্তা জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, পূর্ব বাগদাদের জায়াওনার আশেপাশে শনিবার অতর্কিত এ হামলা সংঘটিত হয়। হামলার পর ‘সর্বত্র মৃতদেহ দেখা যায়’ বলে এক অফিসার জানিয়েছেন। হত্যাকাণ্ডের কারণ এবং কারা হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
হামলায় আক্রান্ত ভবন দু’টিকে পতিতালয় হিসেবে সন্দেহ করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
ভবনটির একটি দরজায় ‘এটা পতিতাবৃত্তির পরিণতি’ বাক্যটি লেখা ছিল। রিপোর্ট এএফপি।
এদিকে পতিতা মনে করে ওই মহিলাদের শিয়া মিলিটারিরা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। -রয়টার্স।
এর আগে ২০১৩ সালের মে মাসে এক হামলায় ৭ জন নারী এবং ৫ জন পুরুষকে গুলি করে হত্যা করা হয়।
ইরাকে ইসলাম ধর্মের আইনে পতিতাবৃত্তি নিষিদ্ধ।
বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪