ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে সোমবার গাড়িতে বোমা হামলায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও মেডিকেল সূত্র জানিয়েছে।
বিস্ফোরণের ঘটনায় সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রথম বোমাটি দেশটির আলয়ে জেলায় বিস্ফোরিত হয়। এতে তিনজনের মৃত্যু ও ছয় জন আহত হন।
দ্বিতীয়টি বায়ার পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে বিস্ফোরণ করে বিদ্রোহীরা। এতে তিনজনের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪