ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নোবেল বিজয়ী কথা সাহিত্যিক নাদিন গোর্ডিনার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
নোবেল বিজয়ী কথা সাহিত্যিক নাদিন গোর্ডিনার আর নেই

ঢাকা: দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী জনপ্রিয় কথা সাহিত্যিক নাদিন গোর্ডিনার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

সোমবার সন্ধ্যায় তিনি জোহানেসবার্গে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

তার পরিবারের ভাষ্য মতে, তিনি গত কয়েক দিন ধরেই বেশ অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় থেকে তিনি সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাদিন গোর্ডিনার মোট ৩০টি বই লিখেছেন। যার প্রত্যেকটিই বেশ পাঠক প্রিয়তা পায়েছে।

তিনি সমাজ ও সমাজের নানা অধ্যায় নিয়ে তার লেখার তুলে এনেছেন। ফলে তিনি শুধু তার দেশ দক্ষিণ আফ্রিকা নয় সারা বিশ্বেই সমানভাবে জনপ্রিয়তা পান।

একজন সচেতন লেখক হিসেবে নাদিন গোর্ডিনারের নাম পাঠক মহলে চিরস্মরণীয়।

নাদিন গোর্ডিনার ১৯৯১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি নানান পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।