ঢাকা: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। একই সঙ্গে আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনেও অংশ না নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পদত্যাগের এ ঘোষণার কথা জানান উইলিয়াম হেগ।
আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ইতোমধ্যেই সাতজন মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪