ঢাকা: হামাসের হামলায় এই প্রথম একজন ইসরাইলি নাগরিক প্রাণ হারিয়েছেন।
এর আগে ইসরাইলের সামরিক জেট হামলায় মঙ্গলবার অষ্টমদিন পর্যন্ত গাজায় মোট ১৯৪ জন নিহত হয়েছেন।
এদিকে, মিশর ইসরাইল ও হামাসকে গণহত্যা বন্ধে আহ্বান জানানোর পর ইসরাইল রাজি হলেও হামাস রাজি হয়নি। এর পর মঙ্গলবার রাতে অন্তত দুইবার গাজায় আকাশপথে হামলা চালায় ইসরাইল।
অপরদিকে, হামাসের রকেট হামলায় গাজা সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি সৈন্যদের খাদ্য সরবরাহে নিয়োজিত ৩৮ বছর বয়সী এক ইসরাইলি নিহত এবং চার নাগরিক আহত হন।
হামাসের ইজেডিন আল-কাশেম বিগ্রেড এ রকেট হামলা চালায়।
অপরদিকে, সংবাদমাধ্যম জানায়, হামাস এর আগে আনুমানিক এক হাজার রকেট ও মর্টার হামলা চালালেও ইসরাইলে কেউ নিহত হননি।
মঙ্গলবার হামাস ইসরাইলের দিকে অন্তত ৪৭টি রকেট হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিত বুধবার সকাল ছয়টার দিকে ইসরাইল ঘোষণা দেয়, তারা গাজায় আকাশ পথে হামলা অব্যাহত রাখবে।
এরপর দক্ষিণ গাজা ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মিশরের দেওয়া হামলা বন্ধ রাখার প্রস্তাবে আমরা রাজি হয়েছিলাম। কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪