ঢাকা: সামুদ্রিক ঝড় টাইফুন রামাসানের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশংকায় রাজধানী থেকে সরিয়ে নেয়া হয়েছে দেড়লাখ লোককে।
বুধবার দিনের শুরুতে বয়ে যাওয়া ঝড়ের কারণে রাজধানীর স্কুল, সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে রাজধানীর দক্ষিণাংশের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে গাছপালা উপড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। পাশাপাশি লণ্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা।
গত বছর বয়ে যাওয়া টাইফুন হাইয়ানের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি ফিলিপিন্স। গত বছরের নভেম্বরে টাইফুন হাইয়ানের তাণ্ডবে প্রাণ হারায় ৬ হাজার ১শ’ লোক। এছাড়া গৃহহারা হয় দশ লক্ষাধিক মানুষ।
এদিকে ঝড়ের কারণে গত দুইদিনে কমপক্ষে ৬০টি আন্তর্জাতিক এবং ঘরোয়া ফ্লাইট বাতিল করে ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে স্টক এক্সচেঞ্জের লেনদেন। পাশাপাশি সরকারি অফিসগুলোকেও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪