ঢাকা: জলজীবদের জালে আটকা পড়ার কোনো গল্পই সুখকর হয় না। কালেভদ্রে যদি ‘সুখকর’ হয়ও সেটা অনেক বেশি আশ্চর্যের হয়ে ওঠে।
এমনই আশ্চর্যের গল্প রচিত হলো সম্প্রতি মেক্সিকোর সমুদ্রোপকূলে।
গল্পটা এমন- দুই ডুবুরি বন্ধু ক্যামেরন ডিয়েট্রিখ ও কলিন সাটন সমুদ্র তীরে মাছ শিকারে যান। মাছ ধরার সময় ডিয়েট্রিখ খেয়াল করলেন- কিছু একটা গড়বড় হয়েছে। খানিকবাদেই বুঝতে পারলেন একটি সামুদ্রিক কচ্ছপ আটকা পড়েছে তাদের পাতা জালে।
সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিলেন ডিয়েট্রিখ। দেখলেন কচ্ছপটির বাম ফ্লিপারে এক গুচ্ছ দড়ি আটকে গেছে। বন্ধু সাটনও তার গোপ্রো ক্যামেরা নিয়ে এই অসাধারণ মুহূর্ত ধারণ করতে পেছন পেছন ছুটলেন।
দড়ি ছাড়িয়ে দিতেই সাঁতরে চলে যাচ্ছিল কচ্ছপটি। কিন্তু দুই ডুবুরি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন, কচ্ছপটি ঘুরে আবার ডিয়েট্রিখের দিকেই আসছে।
বিস্ময়ের এখানেই শেষ নয়। ভাষাহীন প্রাণীটি তার কাছে কিছুক্ষণ থাকলও। কেমন একটা অবিশ্বাস্য আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত তৈরি হলো তখন। ডিয়েট্রিখও তার গায়ে হাত বুলিয়ে আদর করে দিলেন।
সামুদ্রিক প্রাণী দেখা মাত্রই নিধন না করে সবাই যদি এ দুই ডুবুরি বন্ধুর মত আচরণ করতেন, তাহলে হয়তো ‘সৌভাগ্য’ ছাড়াই এরকম দৃশ্য বারবার দেখা যেতো।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪