ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন রামাসানের আঘাতে ৩৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
টাইফুন রামাসানের আঘাতে ৩৮ জনের প্রাণহানি সংগৃহীত

ঢাকা: সামুদ্রিক ঝড় টাইফুন রামাসানের আঘাতে ফিলিপিন্সে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিঁখোজ রয়েছেন আরও ১০ জন।

ফিলিপিন্সের দুর্যোগ প্রশমন এবং ব্যবস্থাপনা কাউন্সিলের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

ঝড়ে প্রায় দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া এক লাখেরও বেশি পরিবার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে বলে সংবাদ মাধ্যম জানায়।

বুধবার দিনের শুরুতে বয়ে যাওয়া এ ঝড়ের কারণে রাজধানী ম্যানিলার স্কুল, সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
 
ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে রাজধানীর দক্ষিণাংশের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে গাছপালা উপড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। পাশাপাশি লণ্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা।

গত বছর বয়ে যাওয়া টাইফুন হাইয়ানের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি ফিলিপিন্স। ২০১৩ সালের নভেম্বরে টাইফুন হাইয়ানের তাণ্ডবে প্রাণ হারায় ৬ হাজার ১শ’ মানুষ। এছাড়া গৃহহারা হয় দশ লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।