ঢাকা: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে থাই জান্তা। দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
উইনথাই সুভারি নামে ওই কর্মকর্তা জানান, ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের ৬৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্যারিস যাওয়ার অনুমতি চান ইংলাক। সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর ইংলাক সব ধরনের রাজনীতি থেকে দূরে থাকায় তাকে এ অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে ক্ষমতাসীন পেউ থাই পার্টিসহ রাজনৈতিক দলগুলো চলমান সংকট নিরসনে ব্যর্থ হওয়ায় গত ২০ মে থাইল্যান্ডে মার্শাল ল’ (সামরিক আইন) জারি করে সেনাবাহিনী। ১৫ মে রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারবিরোধীদের ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়।
এ সময় সেনাপ্রধান চ্যান-ওচা বলেন, যদি সহিংসতা অব্যাহত থাকে তবে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর বাইরে আসা প্রয়োজন...। অবশ্য এর দু’দিন পরই (২২ মে) দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটে।
সে সময় ক্ষমতার অপব্যবহারের দায়ে আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ইংলাক তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে দুর্নীতির দায় থেকে বাঁচাতে এবং তার পরামর্শে রাষ্ট্র চালাচ্ছেন অভিযোগ করে গত অক্টোবর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু করে সাবেক উপ-প্রধানমন্ত্রী সুথেপ থাউগসুবানের নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের দাবির মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইংলাক। কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে প্রধান বিরোধী দল অভিজিৎ ভেজাজিভার নেতৃত্বাধীন ডেমোক্রেট পার্টিও নির্বাচন বর্জন করে।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪