ঢাকা: গাজায় পাঁচ ঘণ্টা যুদ্ধবিরতি রাখা হবে এমন ঘোষণা শুরুর ঠিক আগ মুহূর্তে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তিনজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
এ ঘটনায় আন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির জরুরি বিভাগের কর্মকর্তা আশরাফ-আল কুদরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
এর আগে গাজায় ইসরায়েলি হামলার নবম দিনের মাথায় ৫ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রণকারী হামাস।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা বোমা হামলা বন্ধ রাখবে। গাজার অধিবাসীরা যেন প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারেন এ জন্য পাঁচ ঘণ্টা যুদ্ধবিরতি দেওয়া হয়েছে।
হামাসের মুখপাত্র সামি আবু জুখরি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই সময়ে তারাও রকেট হামলা বন্ধ রাখবেন।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অনুরোধে তারা এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েল সেনবাহিনীর কর্মকর্তা (ব্রি.) জেনারেল ইয়োভ মরডেচাই।
এদিকে, গাজার সরকারি সূত্র জানিয়েছে ইসরায়েলের হামলায় গত নয় দিনে অন্তত ২২০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময়ে মাত্র এক ইসরায়লির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪