ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় পৃথিবীর শেষপ্রান্ত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
রাশিয়ায় পৃথিবীর শেষপ্রান্ত! সংগৃহীত

ঢাকা: রাশিয়ায় হঠাৎ হাজির হওয়া রহস্যময় এক গুহা নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। স্থানীয়রা একে ‘পৃথিবীর শেষপ্রান্ত’ (World’s End) বলে অভিহিত করেছেন।



এটি রাশিয়ার সর্ব উত্তর, প্রত্যন্ত ও বিচ্ছিন্ন অঞ্চলে অবস্থিত বলে রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গুহার ব্যাসার্ধ একশ মিটার। কিন্তু কেন এটার উদ্ভব হলো, তা কেউ বলতে পারছেন না। তবে ইয়ামলের আকাশ থেকে এই গুহাটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে।

স্থানীয়রা এই গুহাটিকে ‘পৃথিবীর শেষপ্রান্ত’ বলে অভিহিত করেছেন। এ এলাকায় সবসময় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। শীতকালে এ এলাকায় সূর্য উঠলেও তা শীতের আবহে আচ্ছন্ন থাকে।

এদিকে, বৃহস্পতিবার সাইবেরিয়াভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য আর্কটিক ও রাশিয়ার অ্যাকাডেমি অব সায়েন্সের দুই গবেষক জানিয়েছেন, তারা ওই এলাকার মাটি ও পানি সংগ্রহ করবেন বিষয়টি খতিয়ে দেখার জন্য।

অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রহস্যময় গুহাটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। ভিডিও ধারক জানান, মাটির গভীর অন্ধকার থেকে গুহাটির সৃষ্টি হতে পারে এবং এর ঊর্ধ্বমুখে অতি তাপমাত্রা বিদ্যমান।

ইয়ামল রাশিয়ার আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চল অত্যন্ত গ্যাসসমৃদ্ধ। রহস্যময় গুহাটি বোভানেন্টস্কি গ্যাসক্ষেত্রের কাছে সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, মাটির অভ্যন্তরে বিস্ফোরণের ফলে এই রহস্যময় গুহার সৃষ্টি হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।