ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১২ বছর বয়সেই দ্বিতীয় বাস চুরি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
১২ বছর বয়সেই দ্বিতীয় বাস চুরি!

ঢাকা: শিশুদের দ্বারা মিথ্যা বলার মতোই তাদের চোরাই কর্মের খবর বিস্ময়-হতাশার। কিন্তু যুক্তরাষ্ট্রের এক শিশু মাত্র ১২ বছর বয়সের মধ্যেই দু’ দু’টো বাস চুরি করে স্থানীয়দের চক্ষু কপালে তুলে দিয়েছে।



দ্বিতীয় বাস চুরির অভিযোগে ১২ বছরের এ স্কুল বালককে বুধবার যুক্তরাষ্ট্রের পুলিশ ফ্লোরিডার ফ্র্যাংকলিন কাউন্টি থেকে আটক করেছে।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাবু বেশ আমোদেই চোরাই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ বলছে, বাসে আরও একটি ছাত্র ছিল। ওই ছাত্রের বাড়ি ৫৫ মাইল দূরে ফ্লোরিডার পার্কার এলাকায়।

তদন্ত দল জানায়, শিশুটি মঙ্গলবার রাতে তাদের পারিবারিক গাড়িটিও চুরি করে। কিন্তু এটি ছেড়ে সে এলিমেন্টারি স্কুল বাস চুরি করে পালিয়ে যায়।  

পার্কারের পুলিশ বিভাগের কর্মকর্তা বলেন, তাকে শিশু আইনে শাস্তি দেওয়া হবে। যদিও সিটি ‍অ্যাটর্নির মতে, তাকে প্রাপ্তবয়স্কের শাস্তিও দেওয়ার সুযোগ আছে।

এ অপরাধের জন্য এক লাখ ডলারেরও বেশি জরিমানা গুনতে হতে পারে শিশুটিকে।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।