ঢাকা: কেবলই তরমুজ কাটার ‘অপরাধে’ যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে আটক হয়ে দণ্ডভোগ করলেন এক ব্যক্তি!
জর্জিয়ার থমাস্টনের ৪৯ বছর বয়সী কারামাইন কারভেলিনো নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, রান্নাঘরে তিনি একটি মাংস কাটার ছুরি দিয়ে ক্রুদ্ধভাবে তরমুজ কাটছিলেন। তার উদ্দেশ্য ছিল, এক নারীকে এটি দেখিয়ে প্রভাবিত করা।
পুলিশ ব্যাপারটিকে ‘প্যাসিভ অ্যাগ্রেসিভ’ বা ‘নিষ্ক্রিয় আক্রমণ’ বলে বর্ণনা দেন।
আটকের পর কারভেলিনোকে স্থানীয় আদালতে হাজির করে পুলিশ।
আদালত তাকে দ্বিতীয় ডিগ্রির হুমকি ও অস্বাভাবিক আচরণের ধারায় সাজা দেন। সোমবার ৫০০ ডলার মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।
সেইসঙ্গে তার মামলাটি ফ্যামিলি সার্ভিসে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, এর আগেও ওই নারীকে ভয়-ভীতিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করেন কারভেলিনো। এরপর তরমুজ কাণ্ড ঘটালেই তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
ওই নারী বলেন, কারভেলিনো রেগে ছিল বলে আমার ওপর ‘প্যাসিভ অ্যাগ্রেসিভ’ নীতি খাটাতে চেয়েছিল।
মামলার প্রতিবেদন লেখেন থমাস্টনের পুলিশ কর্মকর্তা কেইথ কোভাল।
তবে ওই নারীর সঙ্গে কারভেলিনোর সম্পর্ক কী- তা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪