ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশের কারাগারে ৫৯৮৬ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
বিদেশের কারাগারে ৫৯৮৬ ভারতীয়

ঢাকা: বিদেশের কারাগারে বিভিন্ন অপরাধে সাজা খাটছে ৫৯৮৬ জন ভারতীয়। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক (১৪০০ জন) ভারতীয় বন্দি সৌদি ‍আরবে।



ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৯৮৫ জন নাগরিক বন্দি সংযুক্ত আরব আমিরাতে। আর চিরবৈরী পাকিস্তানের কারাগারে আছে ৪৬৮ জন ভারতীয় নাগরিক।

ভারতের নয়া পররাষ্ট্রমন্ত্রী জেন ভি কে সিং রাজ্যসভায় এক লিখিত প্রতি উত্তরে জানান, এর মধ্যে ৭১ ইন্ডিয়ান নাগরিকের দণ্ডাদেশ শেষ হয়েছে। বিদেশের জেলগুলো থেকে এখন শুধু ছাড়ার অপেক্ষা। বাকি শুধু কিছু নিয়ম-কানুনের ‍আনুষ্ঠানিকতা।

মন্ত্রী বলেন, ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী পাকিস্তান জেলে ২১৯ জন কয়েদী আছেন। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সাধারণ কয়েদী আছেন মাত্র ৪৭ জন।

তিনি আরও বলেন, সাধারণ কয়েদীদের পাশাপাশি পাকিস্তানে ২৪৯ জন ভারতীয় জেলে রয়েছেন।

এছাড়া যুক্তরাজ্যে ৪৩০ জন, নেপালে ৩৭৭ জন, মালয়েশিয়া ৩৩২ জন ও কুয়েতে আছেন ২৭৪ জন।

দণ্ডাদেশ শেষ হওয়া সবচেয়ে বেশি ৩৭ জন কয়েদী আছেন বাংলাদেশে। এরপর ২০ জন মালয়েশিয়ায়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।