ঢাকা: মালয়েশীয় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার পর ইউক্রেন-রাশিয়া সীমান্তের আকাশপথের সবগুলো ফ্লাইটের পথ পরিবর্তন করা হচ্ছে। কিছু এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে আসা বিমানবন্দরে ফেরত যাচ্ছে, আবার কিছু এয়ারলাইন্সের ফ্লাইট মাঝপথেই রুট পরিবর্তন করছে।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেন-রাশিয়ার সীমান্ত অঞ্চলের আকাশপথ এড়িয়ে অন্যপথে গন্তব্যে পৌঁছাচ্ছে জার্মানির এয়ারলাইন্স লুফথানসা, এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ, রাশিয়ার এরোফ্লট এবং সর্বশেষ ইতালির এয়ারলাইন্স আলিতালিয়া।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই অ্যামিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কিয়েভগামী একটি ফ্লাইট দুবাইয়ে ফেরত আনা হয়েছে। এছাড়া, ইউক্রেন ও রাশিয়ার পূর্বাঞ্চলগামী সকল ফ্লাইট স্থগিত করার কথা ঘোষণা করেছে তারা।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নেদারল্যান্ডের আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ইউক্রেনের শাকতেরেস্ক এলাকায় ‘ভূপাতিত’ হয়। ভূপাতিত হওয়ার স্থান থেকে রুশ সীমান্তের দূরত্ব ৫০ কিলোমিটার।
এসময় উড়োজাহাজটিতে ২৯৫ জন আরোহী ছিলো বলে নিশ্চিত করেছে ইন্টারফ্যাক্স। এদের মধ্যে ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রু। এদের প্রায় সবারই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
‘ভূপাতিত’ হওয়ার খবর রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিশ্চিত করার পর মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ টুইটারে জানায়, এমএইচ১৭ উড়োজাহাজটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উড়োজাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল ইউক্রেন সীমান্তে অবস্থানকালে।
এ ঘটনার পর বিবৃতিতে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, তিনি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবরে ‘স্তম্ভিত’।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ ব্যাপারে ব্রিফ করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসির হোয়াইট হাউস করেসপন্ডেন্ট। তবে, তাৎক্ষণিকভাবে ওবামার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরাসাঙ্কো এটিকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি বিবৃতিতে দাবি করেছেন, এর আগেও সম্প্রতি দু’টো উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনা ঘটেছে। ওই দু’টো ঘটনাই ঘটিয়েছে রাশিয়া।
তবে, ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা আলেক্সান্দার বোরোদাই দাবি করেছেন, এ ঘটনা ইউক্রেন সরকার ঘটিয়েছে।
এ ব্যাপারে ওবামার সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
** রুশ-ইউক্রেন আকাশসীমায় সতর্কতা ছিল জাতিসংঘের
** তদন্তের আহবান নাজিব তুন রাজ্জাকের
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪