ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেন ভূপাতিতের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
প্লেন ভূপাতিতের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ

ঢাকা: ২৯৮ জন ‍আরোহী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এম‌এইচ১৭ ফ্লাইট ভূপাতিত হওয়ার ঘটনায় পাল্টপাল্টি দোষারোপ করে চলেছে ইউক্রেন সরকার এবং দেশটির রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও তাদের সমর্থক রাশিয়া।

নেদারল্যান্ডের রাজধানী আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় ১৪টা ১৫ মিনিটে ইউক্রেনের শাখতেরেস্ক এলাকায় ভূপাতিত হয়।

রুশ সীমান্ত থেকে স্থানটির দূরত্ব ৫০ কিলোমিটার।

এ ঘটনার জন্য ইউক্রেন সরকারকে অভিযুক্ত করে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। তাদের নেতা আলেক্সান্দার বোরোদাই দাবি করেন, এ ঘটনা ইউক্রেন সরকার ঘটিয়েছে। বিরোধীদের দমন করতে গিয়ে ‍তারা এই মারাত্মক ভুল করেছে।

বিচ্ছিন্নতাবাদীদের এ বক্তব্যে সমর্থন যুগিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেন, বিচ্ছিন্নতাবাদীদের দমনাভিযান চলাকালে এ ঘটনা ঘটিয়েছে ইউক্রেন সরকার।

এছাড়া, এ ভয়াবহ দুর্ঘটনার তদন্তে মালয়েশিয়ান সরকারকে সহযোগিতা করারও আশ্বাস দেন পুতিন।

অপরদিকে বিচ্ছিন্নতাবাদী ও রাশিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এটিকে ‘মহাবিপর্যয়’ আখ্যা দিয়ে ঘটনার স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি বিবৃতিতে দাবি করেছেন, এর আগেও সম্প্রতি দু’টো উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনা ঘটেছে। ওই দু’টো ঘটনাই ঘটিয়েছে রুশপন্থিরা।

প্রেসিডেন্টের মতো ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনইয়ুকও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাধীন তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

নেদারল্যান্ডের রাজধানী আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় ১৪টা ১৫ মিনিটে ইউক্রেনের শাখতেরেস্ক এলাকায় ভূপাতিত হয়। রুশ সীমান্ত থেকে স্থানটির দূরত্ব ৫০ কিলোমিটার।

উড়োজাহাজটি আমস্টার্ডাম থেকে আন্তর্জাতিক সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৪ মিনিটে উড়াল দেয়। মালয়েশিয়া সময় পরের দিন অর্থাৎ শুক্রবার ভোর ৬টা ৯ মিনিটে এটি কুয়ালালামপুরে পৌঁছার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।