ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ মেক্সিকোতে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
নিউ মেক্সিকোতে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত সংগৃহীত

ঢাকা: নিউ মেক্সিকোতে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

এতে এর তিন ক্রু নিহত হওয়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।



এবিষয়ে নিউ মেক্সিকোর ফেডারেল অ্যাভিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যায় এবং  কাছাকাছি নিউকির্কে বিধ্বস্ত হয়।

নিউ মেক্সিকো রাজ্যপুলিশ হেলিকপ্টারের তিন ক্রু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

এদিকে, রেঞ্চ ম্যানেজার ফিল বাইডগেইন জানিয়েছেন, মেসা এলাকার পাশে তারা হেলিকপ্টারটির ধ্বংসস্তূপে আগুন জ্বলতে দেখেছেন। এখানে কাউকে জীবিত দেখা যায়নি।

অপরদিকে, এফএএ কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা তারা জানে না। সংস্থাটি জানায়, হেলিকপ্টারটি সান্তা ফে থেকে টুকুমকারিতে রোগী আনতে গিয়ে বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।