ঢাকা: মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ১৭ যাত্রীবাহী উড়োজাহাজটি যেখানে ‘ভূপাতিত’ হয়েছে সেখানে ৬২ সদস্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল পাঠানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী দাতুক সেরি লিও তিয়ং লাই।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় কুয়ালালামপুরে এক প্রেস কনফারেন্স তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উড়োজাহাজটি ‘ভূপাতিত’ হওয়ার এক ঘণ্টা আগে অপর একটি উড়োজাহাজ এ পথ ব্যবহার করেছিল। এশিয়া প্যাসিফিকের ১৬টির মধ্যে ১৫টি এয়ারলাইন্স-ই ইউক্রেনের এ রুট ব্যবহার করতো।
তিনি আরও বলেন, ভূপাতিতের বিষয়টি যদি প্রমাণিত হয় তবে বিষয়টি হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানব সভ্যতার বিরুদ্ধে অশোভনতা।
উড়োজাহাজটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিলনা বলেও উল্লেখ করেন মন্ত্রী।
পরিবহন মন্ত্রী বলেন, নিহতদের মধ্যে ১৭৩ জন নেদারল্যান্ডসের, ৪৪ জন মালয়েশীয়, ২৭ জন অস্ট্রেলীয়, ১২ জন ইন্দোনেশীয়, ৯ জন ব্রিটিশ, ৪জন জার্মান, ৪ জন বেলজিয়াম, ৩ জন ফিলিপিন্স, ১ জন কানাডিয়ান ও ১ জন নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। তবে অবশিষ্ট ২০ জনের পরিচয় পাওয়া যায়নি।
ইউক্রেনের রাশিয়া সীমান্ত লাগোয়া অঞ্চলে ২৯৮ জন আরোহী নিয়ে বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ ‘ভূপাতিত’ হয়েছে। এতে সব আরোহীসহ তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
বৃহস্পতিবার রাতে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, মিসাইল হামলায় ফ্লাইট ‘এমএইচ১৭’ উড়োজাহাজটি ‘ভূপাতিত’ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪/আপডেট: ১৫১৯ ঘণ্টা