ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই প্লেন ট্রাজেডিতেই প্রিয়জন হারালো এক পরিবার

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
দুই প্লেন ট্রাজেডিতেই প্রিয়জন হারালো এক পরিবার

ঢাকা: মাত্র চার মাসের ব্যবধানে দু’টি বিমান দ‍ুর্ঘটনা স্তম্ভিত করেছে বিশ্ববাসীকে। দু’টি ঘটনাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের।

এ ঘটনায় একদিকে যেমন হতভাগ্য পরিবারগুলোর কপাল পুড়েছে অন্যদিকে ডুবতে বসেছে প্রতিষ্ঠানটির ভবিষ্যত। ইতোমধ্যে শেয়ারবাজারে এর প্রভাবও পড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার ‍রাতে ইউক্রেনের রাশিয়া সীমান্তের কাছে ২৯৮ জন আরোহী নিয়ে ‘ভূপাতিত’ হয় মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ১৭ উড়োজাহাজ। এতে উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।

চার মাস আগে গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ উড়োজাহাজটি। এখনও কোনো হদিস মেলেনি সেটির।

এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির সম্প্রতি বড় এ দুই দুর্ঘটনায় দু’জন করে মোট চারজন সদস্য হারিয়েছে অস্ট্রেলীয় এক পরিবার।

শুক্রবার যৌথ এক বিবৃতিতে পরিবারের সদস্যরা জানান, এক মাসের ছুটিতে মেলবোর্ন ফিরছিলেন ম্যারি ও আলবার্ট রিজ্ক। বৃহস্পতিবার রাতে ইউক্রেনের রাশিয়া সীমান্তের কাছে মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ১৭ বিধ্বস্ত হলে তারা নিহত হন।

অন্যদিকে, ম্যারির বাবার শ্বশুর বাড়ি কুইন্সল্যান্ডে। যে পরিবারে ম্যারির বাবা বিয়ে করেন সে পরিবারের দম্পতি রডনি ও ম্যারি বারওস মালয়েশীয় এয়ারলাইন্স এমএইচ৩৭০ ‘বিধ্বস্তের’ নিখোঁজ রয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান রডনি’র ভাই গ্রেগ বারওস।

তবে মালয়েশীয় এয়ারলাইন্স এমএইচ৩৭০ নিয়ে খারাপ ভাবনা ভাবতে রাজি নন রডনি। তিনি বলেন, আমরা এখনও অপেক্ষা করছি।

বন্ধুদের সঙ্গে বিদেশে ছুটি কাটিয়ে এমএইচ৩৭০ উড়োজাহাজে ফিরছিলেন রডনি ও ম্যারি বারওস।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।