ঢাকা: গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার সকালেও বিমান হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গাজা পরিস্থিতি নিয়ে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা।
এ সময় তিনি ইসরায়েলের ‘আত্মরক্ষার’ অধিকারের প্রতি সমর্থন জানিয়ে গাজা উপত্যকায় সাধারণ মানুষ, নারী ও শিশু মৃত্যু অব্যাহতের ঘটনায় বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘সতর্ক’ করেছেন।
ওবামা বলেন, কোনো দেশই তার সীমান্তে রকেট হামলার মতোর বিষয় মেনে নিতে পারে না।
‘পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের বন্ধুরা গাজায় সাধারণ মানুষ, নারী ও শিশু মৃত্যু অব্যাহতের ঘটনায়ও উদ্বিগ্ন। ’
এই অবস্থার মধ্যেই শনিবার গাজায় সফরের কথা রয়েছে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের।
বান কি মুনের এ সফরের উদ্দেশ্য হলো- ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ‘সংঘাত দূর করে একটি শান্তির পথ’ তৈরির চেষ্টা করা, বলেন জাতিসংঘের রাজনৈতিক বিভাগের প্রধান জেফরি ফ্যাল্টম্যান। খবর: বিবিসি, এএফপি।
শনিবার সকালে গাজার ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র আশরাফ আল-কাদরি গণমাধ্যমকে জানান, গাজার দক্ষিণের শহর খান ইউনিসের একটি মসজিদের পাশে সকালে বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এরমধ্যে একজন নারী আছেন।
এছাড়াও স্থল অভিযানে আরো চারজন মারা গেছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৩০৭ এ দাঁড়িয়েছে বলে দাবি করেন ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র আশরাফ আল-কাদরি।
গত বৃহস্পতিবার থেকে বিমান ও যুদ্ধজাহাজ থেকে ভারি বোমা হামলার পাশাপাশি ইসরায়েলের সীমান্তবর্তী গাজায় ট্যাংক-আর্টিলারি বসিয়ে হামলা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪