ঢাকা: গল্পটা এমন- রাস্তার এপাশে হুইল চেয়ারে বসে ছিলেন এক শেতাঙ্গ নারী। ঠিক ওপাশে গাড়ি ধুচ্ছিলেন এক কৃষ্ণাঙ্গ পুরুষ।
বলা নেই কওয়া নেই হঠাৎ বর্ণবাদী ভাষায় কৃষ্ণাঙ্গ পুরুষকে গালমন্দ শুরু করলেন তিনি। বেচারা আর কী করে! মাথা ঠান্ডা রেখে তার হাতের হোসপাইপটি ঘুরিয়ে ভিজিয়ে দিলেন তাকে।
ঘটনা এখানেই শেষ নয়। শেতাঙ্গ নারীটি ততক্ষণে ভিজে একাকার। হুইলচেয়ার থেকে উঠে উন্মাদের মতো পাঁয়চারি করতে থাকলেন রাস্তায়।
তবে গালি-গালাজ থেমে নেই। বরং কয়েক গুণ বাড়িয়ে সমানে চালাতে থাকলেন কৃষ্ণাঙ্গের উদ্দেশ্যে। তিনিও পানি দিয়েই চলেছেন।
শেষে শেতাঙ্গ নারীটি সহ্য করতে না পেরে হুমকি দিলেন তার ভাইকে ডেকে আনার। লোকটি এবার ছাপার অযোগ্য ভাষায় তার কথার উত্তর দিলেন।
পাশেই ছিলেন বেশ কয়েকজন। হাসতে হাসতে একজন বলেন, আমরা এখন ষাটের দশকে নেই। এখন আমাদের অধিকার আছে। এখন ওবামা পেসিডেন্ট!
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৪