ঢাকা: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রসের অনুরোধে দুই ঘণ্টার জন্য গাজায় মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এর আগে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব পেলে গ্রহণ করার কথা জানিয়েছিল স্থানীয় সামরিক সংগঠন হামাসও।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মনে করছে, দু’পক্ষই রাজি হওয়ায় শিগগির গাজায় আবারও দুই ঘণ্টার মানবিক যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে।
তবে, ঠিক কখন থেকে এ যুদ্ধবিরতি কার্যক হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৪।