গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই। তেরতম দিনে এসে সবচেয়ে ভয়াবহ রূপ ধারন করেছে ইসরায়েলী বাহিনী।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দেয় বিবিসি অনলাইন জানায়, এই নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ শতাধিক। জাতিসংঘ জানায়, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এর আগে ইসরায়েল জানায়, তারা হামাসের বিরুদ্ধে বিমান ও স্থল হামলা আরো জোরদার করেছে। ইসরায়েলি মুখপাত্র জানায়, তারা যে যুদ্ধবিরতি করেছিল তার মেয়াদ ছিল মাত্র দুইঘণ্টা।
তরে এর মধ্যে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে বিবিসি ঘটনাস্থল থেকে জানিয়েছে। উভয়ই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভাঙার জন্য দায়ী করছে।
২ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪