ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
গাজায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই। তেরতম দিনে এসে সবচেয়ে ভয়াবহ রূপ ধারন করেছে ইসরায়েলী বাহিনী।

রোববার হামলায় শুধুমাত্র একটি জেলাতেই নিহত হয়েছেন ৫০ জন। গাজার পূর্বাঞ্চল শেজায়ার রাস্তায় এখানে সেখানে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দেয় বিবিসি অনলাইন জানায়, এই নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ শতাধিক। জাতিসংঘ জানায়, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

এর আগে ইসরায়েল জানায়, তারা হামাসের বিরুদ্ধে বিমান ও স্থল হামলা আরো জোরদার করেছে। ইসরায়েলি মুখপাত্র জানায়, তারা যে যুদ্ধবিরতি করেছিল তার মেয়াদ ছিল মাত্র দুইঘণ্টা।

তরে এর মধ্যে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে বিবিসি ঘটনাস্থল থেকে জানিয়েছে। উভয়ই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভাঙার জন্য দায়ী করছে।

২ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।