ঢাকা: ইসরাইলের হামলা, হত্যাজজ্ঞ ও নৃশংসতার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
বাংলাদেশ সময় রেববার রাত ১২টার দিকে (কাতার সময় রাত ৯টা) কাতারে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান।
রোববার রাতে বান কি মুন কাতারের পররাষ্ট্র মন্ত্রী খালেদ আল আতাইয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, ‘আমি নৃশংসতার নিন্দা জানাই। ইসরাইলের সংযত হওয়া উচিত’
এসময় তিনি রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আমাদের রক্তপাত বন্ধে পদক্ষেপ নিতে হবে।
জাতিসংঘ মহাসচিবের অফিস সূত্র জানায়, বান কি মুন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য মধ্যপ্রাচ্যে গেছেন।
তিনি রোববার কাতারে পৌছেছেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব কুয়েত সিটি, কায়রো, জেরুসালেম, রামাল্লা ও আম্মানে যাবেন।
এসময় তিনি ইসরাইল-ফিলিস্তিত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য আলোচনা করবেন বলে জানা গেছে।
**গাজায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪