ঢাকা: ফিলিস্তিনের ‘ইসলামী প্রতিরোধ আন্দোলন’- হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড ইসরাইলি এক সেনাকে বন্দি করেছে।
রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বন্দি ওই সেনার নাম শাউল অ্যারন। গাজায় স্থলযুদ্ধ চলাকালে তাকে আটক করা হয়েছে বলে ওই সংগঠনটি দাবি করেছে।
সংগঠনটির আবু উবায়দা (ছদ্দনাম) নামে এক মুখপাত্র এ কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
তবে, ইসরাইল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪